আজকাল ওয়েবডেস্ক: অবশেষে রান পেয়েছেন ঋষভ পন্থ। চেন্নাই ম্যাচে ৪৯ বলে ৬৩ রান করেন। যদিও দল হেরে যায়। তবে রান পেলেও তা ঋষভ সুলভ নয় বলেই মনে করেন দেশের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। তাঁর মতে, স্ট্রাইক রোটেটের দিকে আরও বেশি নজর দেওয়া উচিত লখনউয়ের। জাফরের মতে, পন্থ আটকে গেলেই বড় শট নেওয়ার চেষ্টা করে। আর তা করতে গিয়ে উইকেট দিয়ে আসে। জাফর বলছেন, স্ট্রাইক রোটেট করতে মাস্টার কোহলি। ওর থেকে শিখুক পন্থ।
জাফরের কথায়, ‘পন্থ কেন স্ট্রাইক রোটেট করে না তা বুঝতে পারি না। কোহলি এ বিষয়ে মাস্টার। খুব সুন্দরভাবে স্ট্রাইক রোটেট করে। সব দিকে শট খেলতে পারে। কিন্তু পন্থ আটকে গেলেই বড় শট নিতে শুরু করে। ও যদি স্ট্রাইক রোটেট করে তাহলে আরও রান পাবে।’ জাফর এটাই পর্যবেক্ষণ করেছেন যে পন্থ খুব কমই সোজা বল মারেন। লেগ সাইডে বেশি খেলতে পছন্দ করেন। জাফর বলেছেন, ‘পন্থকে সোজা শট খুব কমই খেলতে দেখেছি। বেশিরভাগই লেগ সাইডে শট খেলে। স্কোয়ার লেগের দিকে। সিএসকে ম্যাচে একেবারে শেষের দিকে একটি সোজা শটে ছয় মেরেছিল। ইনিংসের শুরুর দিকে শুধু লেগ সাইডেই খেলে গেছে। রিভার্স স্কুপও খেলেছে। কিন্তু সোজ শট প্রায় নেই বললেই চলে।’
চেন্নাই ম্যাচে চারে নেমেছিলেন পন্থ। দলের রান তখন ২৭/২। রান পেলেও স্পিনারদের বিশেষ করে নুর আহমেদের বলে অতটা সাবলীল ছিলেন না পন্থ। পেসারদের বিরুদ্ধেই বেশি আক্রমণ শানিয়েছেন।
